ইরানে এবার সোলাইমানির ঘনিষ্ঠ কমান্ডারকে হত্যা

0
463
ইরানে এবার সোলাইমানির ঘনিষ্ঠ কমান্ডারকে হত্যা

খবর৭১

ইরানের রেভল্যুশনারি গার্ডের কুদস ফোর্সের কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানি মার্কিন হামলায় বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে নিহতের শোক কাটিয়ে উঠার আগেই ইরানের আরেক শীর্ষ কমান্ডার আবদুল হোসেইন মোজাদ্দামিকে হত্যা করা হয়েছে।

বুধবার ইরানের দক্ষিণ-পশ্চিমের প্রদেশ খুজেস্তানের দারখোভিন শহরে নিজ বাড়ির সামনে দুই বন্দুকধারী আততায়ী তার মাথায় গুলি করে তাকে হত্যা করে বলে রয়টার্সের খবরে বলা হয়েছে। তবে হত্যার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি।

আবদুল হোসেইন মোজাদ্দামি রেভল্যুশনারি গার্ড বাহিনীর বাসিজ ফোর্সের প্রভাবশালী কমান্ডার এবং সোলাইমানির অত্যন্ত ঘনিষ্ঠ বলেও পরিচিত ছিলেন।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ’র বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, খুজেস্তানের দারখোভিন শহরে মঙ্গলবার দুই মোটরসাইকেল আরোহী বাসিজ কমান্ডার আবদুল হোসেইন মোজাদ্দামিকে তার বাড়ির সামনে গুলি করে পালিয়ে যান। মাথায় গুলি লাগার সঙ্গে সঙ্গে তিনি ঘটনাস্থলেই মারা যান।

মোজাদ্দামি আইআরজিসির বাসিজ ফোর্সের প্রভাবশালী কমান্ডার ছিলেন।

আইআরজিসির মোট পাঁচটি ফোর্সের মধ্যে বাসিজ ফোর্স একটি। ইরানের অভ্যন্তরীণ যেকোনো আন্দোলন দমাতে এই ফোর্স ব্যবহার করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here