ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা মানে না ভারত : সুষমা

0
306

খবর৭১: ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বলেছেন, কেবল জাতিসংঘের নিষেধাজ্ঞাই মেনে চলে ইরান, যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞার মতো কোনো একতরফা পদক্ষেপ তারা মানে না।

তিনি বলেন, ভারত শুধু জাতিসংঘের আরোপ করা নিষেধাজ্ঞাই অনুসরণ করে চলে। অন্য কোনো দেশের চাপিয়ে দেয়া একতরফা নিষেধাজ্ঞা মানে না।

সোমবার এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, যে কোনো দেশের ক্ষেত্রেই নয়া দিল্লির অবস্থান নিরপেক্ষ।

ইরানের সঙ্গে ছয় বিশ্বশক্তির পরমাণু চুক্তি থেকে সরে গিয়ে যুক্তরাষ্ট্র তেহরানের ওপর ফের নিষেধাজ্ঞা কার্যকরের যে সিদ্ধান্ত নিয়েছে, সে সম্পর্কিত এক প্রশ্নের জবাবে ভারতের প্রতিক্রিয়া জানাতে গিয়ে কথাগুলো বলেন সুষমা।

২০১৫ সালের ওই চুক্তির আওতায় ইরানে স্থগিত থাকা নিষেধাজ্ঞাগুলো কিছুদিন আগেই পুনর্বহালের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইরান ও ভারতের রাজনৈতিক ও অর্থনৈতিক মিত্রতা দীর্ঘদিনের। ভারত যেসব দেশ থেকে তেল আমদানি করে ইরান তার অন্যতম।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here