ইরাক নির্বাচনে শিয়া নেতা সদরের জোটের আসন বেশি

0
223

খবর৭১:ইরাকের জাতীয় সংসদ নির্বাচনে দেশটির প্রভাবশালী শিয়া নেতা মুক্তাদা আল সদরের জোট সবেচেয়ে বেশি সংখ্যক আসনে জয়ী হয়েছে। নির্বাচনের ফূর্ণ ফল ঘোষণায় এ কথা জানিয়েছে ইরাকের ইলেক্টোরাল কমিশন।

চলতি মাসের ১২ তারিখে ভোট দিয়েছিলেন ইরাকিরা। আর তার প্রায় এক সপ্তাহ পর ওই নির্বাচনের পূর্ণাঙ্গ ফল এল। ঘোষিত ফলে দেখা যাচ্ছে, বর্তমান প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি তৃতীয় সর্বোচ্চ সংখ্যক আসন পেয়েছেন।

ইরান-ঘনিষ্ঠ প্রার্থীদের একটি জোট পেয়েছে দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক আসন।

নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণার পরপরই সদর টুইটারে বলেছেন, আপনাদের প্রতিটা ভোট আমার জন্য সম্মানের। আমরা আপনাদের হতাশ করব না। ইরাককে যারা ব্যর্থ করেছেন সবকিছুর দায় তাদের।

এ নির্বাচনে জয়কে মুক্তাদা আল সদরের রাজনৈতিক জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড় বলে মনে করা হচ্ছে।

নির্বাচনের আংশিক ফল আগেই ঘোষণা করা হয়েছিল, তবে কিছু অভিযোগের কারণে পূর্ণাঙ্গ ফল ঘোষণা হতে সময় লাগল।

এ নির্বাচনের ভোটদানের হার ছিল খুবই কম; যার সুফল পেয়েছেন সদর। কারণ আগ্রহের অভাবে যখন লাখো ভোটার ভোটদান থেকে বিরত ছিলেন তখন সদরের একনিষ্ঠ সমর্থকরা ঠিকই ভোট দিয়েছেন।

কোনো জোটই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। এখন সরকার গঠনের আলাপ-আলোচনা কয়েক মাস ধরে চলতে পারে বলেও সম্ভাবনা রয়েছে। কারণম রাজনৈতিক দলগুলো এখন সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্লক করার চেষ্টায় আছে।

সদরের জোট নির্বাচনে সবচেয়ে বেশি আসন পেলেও ইরাকের পরবর্তী প্রধানমন্ত্রী তার দল থেকেই আসছেন কি না তা এখনও পরিষ্কার নয়।

২০০৩ সালে যুক্তরাষ্ট্রের ইরাক আক্রমণের পর সাদ্দাম হুসেইনের পতনের পর দৃশ্যপটে সদরের উত্থান। মার্কিন সেনাদের উপর হামলায় তিনি নেতৃত্ব দিয়েছেন।

সাম্প্রতিক বছরগুলোতে ইরানের প্রভাববিরোধী ও দুর্নীতিবিরোধিতার কারণে জনপ্রিয়তা পেয়েছেন সদর।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here