ইরাকে নিহত ৩৯ ভারতীয়কে মাথায় গুলি করা হয়, পাওয়া গেল কঙ্কাল

0
251

খবর৭১: ইরাকে নিহত ৩৯ ভারতীয়ের অধিকাংশকেই মাথায় গুলি করে হত্যা করেছিল জঙ্গিগোষ্ঠী আইএস।

এক বছর আগে নিহত এসব ব্যক্তির কঙ্কাল পাওয়া যায় মসুল শহরের কাছে বাদুস এলাকায়।

দেহাবশেষের ডিএনএ পরীক্ষার পর তাদের পরিচয় সম্পর্কে নিশ্চিত করেছে ইরাক সরকার।

আইএস অপহরণ করার পর থেকে ৩৯ ভারতীয় নিহত হয়েছে বলে দাবি করা হচ্ছিল। অবশেষে মঙ্গলবার মৃত্যুর কথা মেনে নেয় ভারত সরকার।

ভারতীয়দের ডিএনএ পরীক্ষার মূল দায়িত্বে ছিলেন ইরাকের ফরেনসিক বিভাগের কর্মকর্তা জাইদ আলি আব্বাস।

তিনি বলেন, দেহাবশেষ হিসেবে আমরা কেবল কঙ্কালই পেয়েছিলাম। পেশি বা কোষের চিহ্নমাত্র ছিল না। তাদের অন্তত এক বছর আগে খুন করা হয়েছিল।

ইরাকের সরকারি কর্মকর্তারা জানান, কঙ্কালগুলোর হাতে শিখদের পরিধেয় ‘কড়া’ ছিল। তাতেই নিহতদের পরিচয় জানা কিছুটা সহজ হয়েছে।

‘বিধর্মী’ হওয়ায় আইএস তাদের হত্যা করেছে বলে ধারণা ইরাকি কর্মকর্তাদের।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here