ইরাকে ঢুকে পড়েছে তুর্কি বাহিনী

0
385

খবর৭১: তুরস্কের সেনাবাহিনী ইরাকের কুর্দিস্তান অঞ্চলের ২০ কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে। এর ফলে ওই এলাকা থেকে বহু ইরাকি নাগরিক পালিয়ে গেছে। বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে ইরানের বার্তা সংস্থা ‘ফার্স’ শনিবার এ খবর দিয়েছে।

তুর্কি সেনারা কুর্দিস্তানের ‘সিদকান’ এলাকার অদূরের মালভূমি দখলে নিয়েছে এবং ওই এলাকার একটি স্থানে বোমাবর্ষণ করেছে। মনে করা হচ্ছে, তুরস্কের পিকেকে গেরিলারা সেখানে ঘাঁটি প্রতিষ্ঠা করেছে।

‘সিদকান’ অঞ্চলের একজন কুর্দি কর্মকর্তা বলেছেন, তুর্কি সেনারা প্রবেশের পর অন্তত একশ’ ইরাকি পরিবার এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। তুর্কি সেনাদের হামলায় এ পর্যন্ত দুই জন আহত হয়েছে বলে তিনি জানিয়েছেন।

এদিকে, ইরাকের আরবিলের প্রশাসন দেশটির ভূখণ্ড ত্যাগ করতে পিকেকে গেরিলাদের প্রতি আহ্বান জানিয়েছে। একই সঙ্গে তারা ইরাকের ভূখণ্ড ব্যবহার করে তুরস্কে হামলা না চালানোর অনুরোধ করেছে।

এর আগে তুরস্ক, ইরাকের ‘দাহুক’ এলাকায় সামরিক ঘাঁটি প্রতিষ্ঠা করেছে। তবে ইরাক সরকার প্রথম থেকেই তুরস্কের ওই পদক্ষেপের নিন্দা জানিয়ে ওই এলাকা থেকে সরে যাওয়ার আহ্বান জানাচ্ছে।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here