ইমরান বেপারী সখিপুর থানা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি নির্বাচিত

0
817

শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরের সখিপুর থানার চরসেনসাস ইউনিয়নের এতিহ্যবাহী বেপারী পরিবারের কৃতি সন্তান ইমরান বেপারী সখিপুর থানা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছে। গত ৩১ জুলাই ২০১৮ তারিখে ইমরান বেপারীকে সভাপতি ও কাওসার হোসেন স্বপনকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সখিপুর থানা কমিটির অনুমোদন করেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ শরীয়তপুর জেলা কমিটির সাধারন সম্পাদক মাহমুদ হাসান সুমন। এদিকে ইমরান বেপারী সখিপুর থানা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনা ও সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম সহ দলের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। অন্যদিকে ইমরান বেপারী সখিপুর থানা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
উল্লেখ্য, সখিপুর থানা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের নবনির্বাচিত সভাপতি ইমরান বেপারী বর্তমানে সখিপুর থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, চরসেনসাস ইউনিয়নের বেপারী কান্দি একতা তরুণ সংঘের সভাপতি। তিনি আওয়ামীলীগ পরিবারের সন্তান। তার বাবা রতন বেপারী স্থানীয় আওয়ামীলীগ নেতা। চাচা সখিপুর থানা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও চরসেনসাস ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান। বড় চাচা বাচ্চু মিয়া বেপারী, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য, আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক, ঢাকা মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি। মেজো চাচা রুহুল কুদ্দুস খোকন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনিবার্হী সংসদের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here