ইমরান খানের বিরুদ্ধে প্রটোকল ভাঙার অভিযোগ

0
355

খবর ৭১ঃ আবারও কূটনৈতিক প্রটোকল ভাঙার অভিযোগ উঠল পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে। কিরঘিজস্তানের রাজধানী বিসকেকে অনুষ্ঠিত দু’দিনের সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) বৈঠকে এখন এটাই আলোচনার বিষয় হয়ে উঠেছে। বৃহস্পতিবার উদ্বোধনী অনুষ্ঠানের সেই ভিডিও প্রায় সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায়।

ভাইরালে দেখা যাচ্ছে, সেখানকার রাষ্ট্রনায়ক (কিরঘিজস্তানের প্রেসিডেন্ট সুরনবে জিনবেকভ) যখন সভাঘরে প্রবেশ করছেন তখন অন্যান্য দেশের রাষ্ট্রনায়করা আসন ছেড়ে দাঁড়িয়ে তাকে স্বাগত জানাচ্ছেন।

আর পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সংশ্লিষ্ট আসনে বসে রয়েছেন। এই ছবি তার দল তেহরিক-ই-ইনসাফের টুইটারে পোস্ট করা হয়েছে।

সেই ভিডিওতে দেখা যাচ্ছে, ইমরান খান হেঁটে সভাঘরে ঢুকলেন। তখন সবাই দাঁড়িয়ে রয়েছেন। ইমরান নিজের নির্দিষ্ট করা আসনের দিকে এগিয়ে গেলেন।

তারপর সেখানে বসে পড়লেন। তখনও সবাই দাঁড়িয়ে ছিলেন। ইমরান খানের এই কাণ্ড প্রটোকল ভাঙার শামিল। কয়েকদিন আগেও তিনি এমন একটা ঘটনা ঘটিয়েছিলেন। সৌদি আরবে ওআইসির শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছিলেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here