ইমরান খানের দলকে বিজয়ী ঘোষণা

0
266

খবর৭১ঃ পাকিস্তানের সাধারণ নির্বাচনে ইমরান খানের তেহরিক-ই-ইনসাফকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন।

২৭ জুলাই, শুক্রবার সকালে এ ঘোষণা দেওয়া হয়।

এর আগে ২৬ জুলাই, বৃহস্পতিবার আনুষ্ঠানিক ফল আসার আগেই টেলিভিশনে দেওয়া এক ভাষণে নিজেকে জয়ী দাবি করেন সাবেক বিশ্বকাপজয়ী পাকিস্তান ক্রিকেট দলের এই অধিনায়ক।

ওই সময় ভাষণে মোহাম্মদ আলী জিন্নাহর আদর্শে নতুন পাকিস্তান গড়ার ঘোষণা দেন ইমরান খান। পাশাপাশি চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের পাশাপাশি ভারতের সঙ্গে কাশ্মীর ইস্যুর সমাধানেরও ঘোষণা দেন তিনি।

এর আগে ২৫ জুলাই, বুধবার জাতীয় পরিষদের সঙ্গে দেশটির চারটি প্রাদেশিক পরিষদেও নির্বাচন অনুষ্ঠিত হয়। স্থানীয় সময় সকাল ৮টায় শুরু হয়ে বিরতিহীনভাবে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।

ভোট শেষে গণনা চলার মধ্যেই প্রাথমিক ফল দেখে বিজয়োল্লাস শুরু করে ইমরান খানের দল পিটিআই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here