ইমরানের সরকার দেশ পরিচালনায় ‘অক্ষম’: জারদারি

0
296

খবর৭১:সাবেক রাষ্ট্রপতি ও পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সহ-সভাপতি আসিফ আলী জারদারি বলেছেন, ইমরান খানের নেতৃত্বাধীন সরকার দেশ পরিচালনায় ‘অক্ষম’।

রবিবার (২১ অক্টোবর) পাকিস্তান আইনজীবী ফোয়ার (পিএলএফ) আয়োজিত এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

জারদারি বলেন, ‘তেহরিক-ই-ইনসাফ প্রধান ইমরান খানের নেতৃত্বাধীন সরকার দেশ পরিচালনা করতে পারছে না। দেশের সকল রাজনৈতিক দলকে একই প্ল্যাটফর্মে এসে এ ঘোষণা দেওয়ার আহবান জানাচ্ছি।’

সোমবার (২২ অক্টোবর) পাকিস্তানের প্রভাবশালী দৈনিক ‘ডন’ এ খবর প্রকাশ করেছে।

খবরে বলা হয় জারদারি বলেন, ‘যখন ২০০৮ সালে ক্ষমতায় আসি, তখনও কিন্তু এরকম অর্থনৈতিক সমস্যার মুখোমুখি হয়েছি। আমরা এ সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নিয়েছিলাম। কিন্তু পরবর্তীতে নওয়াজ শরীফের দল ‘পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ’ আমাদের পদক্ষেপগুলোকে বাতিল করে দিয়েছিল।’

তিনি আরো বলেন, ‘ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ কর্তৃক পরিচালিত সরকার দেশের অর্থনৈতিক সমস্যা সমাধানে এখনো কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেনি।’
খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here