ইভিএম ব্যবহারে নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি:মির্জা ফখরুল

0
263

খবর৭১:সরকার জনগণের ওপর আস্থা হারিয়ে যন্ত্রের ওপর ভর করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমরা ইসিকে দৃঢ়ভাবে বলতে চাই এই ডিজিটাল কারচুপির পথ থেকে সরে আসুন। অন্যথায় ষড়যন্ত্রকারীদের প্রত্যেককে ব্যক্তিগতভাবে এই অপতৎপরতার জন্য মূল্য দিতে হবে।’

বৃহস্পতিবার (৩০ আগস্ট) বেলা সাড়ে ১১টায় গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘২০১২ সালে যখন ইভিএম ব্যবহারের কথা উঠেছিল তখনও আমরা এর বিরোধীতা করেছিলাম। বর্তমান ইসি দায়িত্ব নেয়ার পর বলেছিল ইভিএম ব্যবহার করা হবে না। কিন্তু হঠাৎ করে কি ঘটলো, কি কারণে, কার নির্দেশে চার হাজার কোটি টাকায় ১ লাখ ইভিএম মেশিন গোপনে কেনার জন্য উঠে পড়ে লেগেছে।’

ফখরুল বলেন, ‘দলবাজ ও দুর্নীতিপরায়ণ কর্মকর্তা হেলালুদ্দীনকে ইসির সচিব পদে বসানো হয়েছে। এই সচিবই গণমাধ্যমে বলেছে আরপিও সংশোধন করা হবে না। তাহলে কেন আরপিও সংশোধন করে ইভিএম ব্যবহারের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে? কারা এর নেপথ্যে কলকাঠি নাড়ছে?’

ইভিএম দিয়ে ভোটের ফলাফল পাল্টে দেয়া এবং এক টিপে ৫টি ভোট দেয়া সম্ভম বলেও দাবি করেন ফখরুল।

এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘ইভিএম ব্যবহারের এই সিদ্ধান্ত সরকার বাস্তবায়ন করতে পারবে না।’

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, লে. জে. অব মাহবুবুর রহমান, ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের একান্ত সচিব আব্দুস সাত্তার, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ প্রমুখ উপস্থিত ছিলেন।

খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here