ইভিএম নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিয়ম বসছে ঐক্যফ্রন্ট

0
256

খবর৭১:ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিয়ম করতে বৈঠক বসছে জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা।

বৃহস্পতিবার (২২ নভেম্বর) বিকেল ৩টায় রাজধানীর লেকশোর হোটেলে বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে তথ্যপ্রযুক্তি ও ইভিএম বিষয়ে বিশেষজ্ঞরা অংশগ্রহণ করবেন। জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা এতে অংশ নেবেন। তবে জোটের অন্যতম প্রধান নেতা ড. কামাল হোসেন উপস্থিত না থাকার সম্ভাবনা রয়েছে।

ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটি এক নেতা বলেন, ‘ইভিএম নিয়ে বিশেষজ্ঞদের মতামত জানা হবে। ইভিএমের কার্যকারিতা, ভোট কারচুপির বিষয় এবং এর জনবান্ধবতা নিয়ে আলোচনা হবে। বিশেষজ্ঞদের মতামতের পর ইভিএম নিয়ে আমরা একটি সিদ্ধান্ত জানাব। আপত্তি থাকলে সেগুলো লিখিত আকারে নির্বাচন কমিশনকে জানানো হবে।’

বৈঠকের পর জোটের স্টিয়ারিং কমিটিও আলাদা বৈঠকে বসবে। পরে সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের কাছে ইভিএম নিয়ে ব্রিফ করা হবে।
খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here