ইভটিজিংয়ের অপরাধে ভেদরগঞ্জে যুবককে কারাদণ্ড

0
238

খবর৭১:
ভেদরগঞ্জের সাজনপুর গ্রামের এক ছাত্রীকে ইভটিজিং করার অপরাধে রাব্বি সরদার (২৪) নামের এক যুবককে বৃহঃস্পতিবার এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সে ছয়গাঁও ইউনিয়নের লাকার্তা গ্রামের শরীফ সরদারের পুত্র।

সাজনপুর স্কুলের এক ছাত্রীকে ইভটিজিং করার কারণে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এ রায় দেন।

পুলিশ জানান, ইভটিজার রাব্বি সরদার প্রায় সময় উপজেলার স্কুলে ও গ্রামে প্রবেশ পথে দাঁড়িয়ে ছাত্রীদের ইভটিজিং করতো। বৃহঃস্পতিবার একইভাবে স্কুলের পক্ষ থেকে ইভ টিজিং এর বিষয়টি ফোনে জানানো হলে ভেদরগঞ্জ থানার এসআই হাতেহাতে আরিফকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও ইউএনও ১৮৬০ দণ্ডবিধির ৫০৯ ধারা মোতাবেক ইভটিজার রাব্বিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here