ইব্রাহিমী (স.) মসজিদ বন্ধ করল ইসরাইল

0
388

খবর৭১ঃ ফিলিস্তিনিদের পশ্চিম তীরে অবস্থিত ইব্রাহিমী (স.) মসজিদ দু’দিনের জন্য বন্ধ করে দিয়েছে ইসরাইল। ইহুদিদের একটি উৎসব পালন করার জন্য মসজিদটি বন্ধ রাখা হচ্ছে।

তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদলু হেবরনের পরিচালক হাফতি আবু সেনেইনের বরাত দিয়ে বলেন, ইসরাইল বিজ্ঞপ্তি দিয়েছে সোমবার সকাল থেকে মঙ্গলবার রাত পর্যন্ত ইব্রাহিমী মসজিদটি মুসলিমদের জন্য বন্ধ থাকবে। তবে ইহুদিদের জন্য এটা খোলা রাখা হবে।

সেনেইনেহের দাবি করেন, মসজিদ চত্বরে ইসরাইলি বাহিনী মেতায়েন করা হয়েছে।

প্রসঙ্গত, মুসলিম এবং ইহুদিরা ইব্রাহিমী মসজিদকে সম্মান জানায়। বিশ্বাস করা হয় এখানে নবী ইব্রাহীম (আ.), আইজ্যাক ও জ্যাকবকে সমাহিত করা হয়েছে।

উল্লেখ্য, ১৯৯৪ সালে মসজিদের মধ্যে প্রার্থনা অবস্থায় চরমপন্থী বাসিন্দা বারুচ গোল্ডেন স্টেইচ ২৯ জন ফিলিস্তিনিকে হত্যা করে। পরে ইসরাইলি কর্তৃপক্ষ মুসলিম ও ইহুদিদের প্রার্থনার জায়গা ভিন্ন জায়গায় করে।

দেশটির হেবরনে ১৬ হাজার ফিলিস্তিনি মুসলমান ও ৫০০ ইহুদি বসতি স্থাপনা করা হয়। এই ৫০০ ইহুদির জন্য ছিটমহলে ইসরাইল সেনারা ভারি নিরাপত্তার ব্যবস্থা রাখে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here