ইবিতে শিক্ষার্থীকে পেটালো ছাত্রলীগ

0
302

ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী মিজানুর রহমান নাহিয়ানকে পিটিয়ে ক্যাম্পাস ছাড়া করেছে ছাত্রলীগের কর্মী ও বহিরাগত ক্যাডাররা। বুধবার (৩১ জানুয়ারি) বেলা ১২ টায় মীর মশাররফ হোসেন ভবনের সামনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী এ ছাত্রদল কর্মী আইন বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার বেলা ১২টায় মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনের সামনে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী বনি আমিনের সাথে ঐ ছাত্রদল কর্মীর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাকে (মিজান) সে এবং তার সহযোগী ইবি শাখা ছাত্রলীগের সাবেক উপ-বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জুবায়ের আলম, বহিরাগত ক্যাডার লিটন গালিগালাজ দিতে থাকে এবং উপর্যুপরি মারধর করতে থাকে। একপর্যায়ে সে মাটিতে লুটিয়ে পড়ে এবং তারা গাছের ডাল ভেঙ্গে তাকে বেদম প্রহার করে। পরে তাকে সেখান থেকে তার সহপাঠীরা উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করে।
ঐ শিক্ষার্থীর আত্মীয়রা জানায়, তাকে অতিরিক্ত প্রহারের কারনে পীঠে দাগ পড়ে গেছে এবং মাথায় রক্ত জমে গেছে।
এ বিষয়ে জানতে চাইলে ইবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিম বলেন, আমি ঘটনাস্থলে ছিলাম না। শুনলাম ক্যান্টিন থেকে বের হয়ে নাহিয়ান বনিকে ধাক্কা মারে এবং তার সাথে খারাপ আচরণ করে। এ কারনে তারা তাকে মারধর করেছে বলে শুনেছে।’
এ ব্যাপারে প্রফেসর ড. মাহবুবর রহমান বলেন, ‘আমি ক্যাম্পাসের বাইরে আছি। ঘটনাটি শুনে আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছি। ক্যাম্পাসে ফিরে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here