ইবিতে মানবিক মূল্যবোধ বিষয়ক সেমিনার

0
344

রুমি নোমান ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘ল এ্যাওয়ারনেস এন্ড ভ্যালুস ডেভেলপমেন্ট সেন্টার’ এর আয়োজনে মানবিক মূল্যবোধ সম্পর্কিত সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ মার্চ) বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
সংগঠন সূত্রে জানা যায়, ‘এসো আইন মেনে চলি মানবিক মূল্যবোধে জীবন গড়ি’ এই স্লোগানকে সামনে রেখে সংগঠনটির সদস্য জুয়েল রানার পরিচালনায় সেমিনারে সভাপতিত্ব করেন অন্নপূর্না রানী। এসময় অন্যান্যের ভেতর বক্তব্য রাখেন ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোঃ মোজ্জামেল হক ও সহকারী শিক্ষক আব্দুল আলিম। প্রসঙ্গত, সংগঠনটির প্রতিষ্ঠাতা ও স্বপ্নদ্রষ্টা হলেন আইন ও শরীয়াহ অনুষদের ডিন প্রফেসর ড. রেবা মন্ডল।

পরে শিক্ষার্থীদের অংশগ্রহনে কুইজ প্রতিযোগিতা ও শুদ্ধ বাংলায় কথা বলার আয়োজন করে সংগঠনটি। বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
সেমিনারে বক্তারা আইন মেনে চলি মানবিক মূল্যবোধে জীবন গড়ি এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here