ইবিতে বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস পালন

0
503

খবর৭১ঃইসলামী বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। নানা আয়োজনের মধ্য দিয়ে রোববার দিবসটি উদযাপিত হয়। সকাল সাড়ে নয়টায় প্রশাসন ভবনের সামনে থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নেতৃত্বে শুরু হয় র‍্যালী। র‍্যালীতে অংশ নেয় শিক্ষক সমিতি, হল সমূহ, বঙ্গবন্ধু পরিষদ, প্রেসক্লাব, ছাত্রলীগ সহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। র‍্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকের সম্মুখে অবস্থিত “মৃত্যুঞ্জয়ী মুজিব” এর সামনে অবস্থান নেয়। এসময় বঙ্গবন্ধুর ম্যুরালের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। পরে বেলা সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক হারুন উর রশিদ আসকারী। জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সহকারী রেজিস্ট্রার রাজিবুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-উপাচার্য অধ্যাপক শাহিনুর রহমান। এছাড়া ভারপ্রাপ্ত প্রক্টর আনিছুর রহমানের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আবদুল লতিফ।
অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে কেক কাটা হয় এবং শিশুদের চিত্রাঙ্কন প্রতিযগিতার পুরষ্কার ও চকোলেট বিতরণ করা হয়।

খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here