ইবিতে “নদী অর্থনীতি উন্নয়নে বিশ্ববিদ্যালয় ভূমিকা” বিষয়ক সেমিনার

0
372

খবর ৭১,ইবি :আগামী ১২ মার্চ ইসলামী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে নদী অর্থনীতি উন্নয়ন বিষয়ক সেমিনার “রোল অব ইউনিভার্সিটি টু প্রমোট রিভার ইকোনমি”। বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান ও অঅর্থনীতি বিভাগের যৌথ আয়োজনে বীর শ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে উক্ত সেমিনার অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারীর সভাপতিত্বে ও পরিসংখ্যান বিভাগের সভাপতি আলতাফ হোসেন রাসেলের সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থনীতিবিদ বাংলাদেশ পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশান এর মাননীয় চেয়ারম্যান ও ঢাকা স্কুল অব ইকোনমিক্স এর চেয়ারম্যান ড: কাজী খলীকুজ্জামান আহমদ।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন রিভারাইন পিপলের মহাসচিব শেখ রোকন।

এছাড়া সেমিনারে বিশেষ অতিথি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, পরিসংখ্যাম বিভাগের জৈষ্ঠ অধ্যাপক ড. কামাল উদ্দীন, অর্থনীতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. আব্দুল মুঈদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here