ইবিতে ছাত্রী নির্যাতন ,৫ দিনেও গঠিত হয়নি তদন্ত কমিটি!

0
224

ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রী হয়রানির ঘটনায় অভিযুক্ত শিক্ষক সঞ্জয় কুমারের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ। এমনকি গত ৫ জুলাই বৃহস্পতিবার ঘটনা ঘটলেও ৫ দিন পেরিয়ে যাওয়ার পরও বিষয়টি নিয়ে কোনো তদন্ত কমিটি গঠন করেনি প্রশাসন।

তদন্ত কমিটির বিষয়ে ঊপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী বলেন, ‘অভিযোগের ব্যাপারে শুনলেও কোনো ধরনের লিখিত অভিযোগ পায়নি। অভিযোগ পেলে বিষয়টি নিয়ে প্রাথমিক যাচাই  শেষে সত্যতা পেলে যৌন নীপিড়ন প্রতিরোধ সেলে জানানো হবে।’

এদিকে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন প্রভাবশালী নীপিড়ন বিরোধী আন্দোলনকে ভিন্ন খাতে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরামের এক প্রবীণ শিক্ষক জানান, ঘটনাটির সুষ্ঠু বিচার হওয়া খুবই জরুরী। তবে বিশবিদ্যালয়ের অতীত ইতিহাস বলে পার পেয়ে যাবে।”

প্রসঙ্গত, এর আগেও উক্ত বিভাগের ও বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে নারী কেলেঙ্কারীর ঘটনা ঘটলেও কোনো পদক্ষেপ নেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন।
খবর৭১/জিঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here