ইবিতে এখনও শূন্য ৩৭২ আসন!

0
442
ইবিতে এখনও শূন্য ৩৭২ আসন!
ইবি

খবর৭১ঃ অপেক্ষমান তালিকার ভর্তির পরও ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণিতে মোট ৩৭২টি আসন শূন্য রয়েছে। এসব শূন্য আসনে দ্বিতীয় অপেক্ষমান তালিকায় স্থান প্রাপ্তরা সুযোগ পাবে। শনিবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখা সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, মোট চারটি ইউনিটের মধ্যে প্রথম অপেক্ষমান তালিকার ভর্তি কার্যক্রম শেষে ধর্মতত্ত্ব অনুষদভূক্ত ‘এ’ ইউনিটে কোন আসন ফাঁকা না থাকলেও বাকি তিন ইউনিটে এখনো ৩৭২টি আসন শূন্য রয়েছে।

এরমধ্যে কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদ সম্মিলিত ‘বি’ ইউনিটে ১৮৪টি, ব্যবসায় প্রশাসন অনুষদভূক্ত ‘সি’ ইউনিটে ৪৮টি এবং বিজ্ঞান, জীববিজ্ঞান ও প্রযুক্তি-প্রকৌশল অনুষদ সম্মিলিত ‘ডি’ ১৪০টি আসন শূন্য রয়েছে। এর আগে বিশ্ববিদ্যালয়ের ৩৪টি বিভাগে মোট ২৩০৫টি আসনের মধ্যে মেধাতালিকায় ভর্তির পর ৮৭২টি আসন খালি থাকে।
প্রসঙ্গত, দ্বিতীয় মেধাতালিকা থেকে সাক্ষাৎকার ও ভর্তি সক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here