ইবিতে ‘আন্তর্জাতিক পর্যটন’ বিষয়ক সেমিনার

0
328

খবর৭১:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘ইন্টারন্যাশনাল ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

এর উপর ক্যারিয়ার পরিকল্পনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের ড. এম এ ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনের মিলনায়তনে (১০২ নং কক্ষ) সেমিনার অনুষ্ঠিত হয়। বিশ^বিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ এবং ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের এর যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।

বিভাগের সভাপতি অধ্যাপক ড. মাহবুবুল আরফিনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকরী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, ঢাকা রিজেন্সি হোটেলের ম্যানেজার এম আব্দুল হালিম সরকার। সেমিনার পরবর্তী সেশনে প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন ঢাকা রিজেন্সি হোটেলের কো-অরডিনেটর এইচ এ নাহিয়ান। সেমিনারটির সমন্বয় করেন বিভাগের প্রভাষক শরিফুল ইসলাম জুয়েল।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘বাংলাদেশ পর্যটন শিল্পে অপার সম্ভাবনাময়ী একটি দেশ। যার ভূ-গর্ভ এবং জলরাশির মধ্যে লুকিয়ে আছে অপার সম্ভাবনা। আবহমান বাংলা হচ্ছে পর্যটন শিল্পের আধার। এ সম্ভাবনাময়ী খাতকে কাজে লাগাতে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে।’

সেমিনারে ঢাকা রিজেন্সি হোটেলে অ্যান্ড রিসোর্ট এবং বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের মধ্যাকার সমঝোতা চুক্তি সম্পন্ন হয়। বিভাগের পক্ষ থেকে সভাপতি অধ্যাপক ড. মাহবুবুল আরফিন এবং ঢাকা রিজেন্সি হোটেলের পক্ষে ম্যানেজার এম আব্দুল হালিম সরকার চুক্তিতে সাক্ষর করেন। এই চুক্তির মাধ্যমে বিশ^বিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরা ঢাকা রেসিডেন্স হোটেল অ্যান্ড রিসোর্টে শিক্ষানবিশ হিসেবে কাজ করার সুযোগ পাবে।
খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here