ইন্দোনেশিয়ায় চলছে ভয়াবহ তীব্র খাদ্য সংকট

0
241

খবর৭১:শুক্রবার ইন্দোনেশিয়ার সুলাবেসি দ্বীপে ভয়াবহ ভূমিকম্প ও সুনামি আঘাত হানে। এতে নিহতের সংখ্যা বেড়ে প্রায় ১ হাজার ৫০০-তে দাঁড়িয়েছে।

এদিকে, উপদ্রুত এলাকা ভয়াবহ খাদ্য সংকটের মুখোমুখি হয়েছে বলে জানা গেছে।
উদ্ধারকারীরা জানিয়েছে, ধ্বংসস্তূপে এখনো অনেকে আটকে আছে। ভারী যন্ত্রপাতির অভাবে উদ্ধার তৎপরতার অগ্রগতি হচ্ছে না। পালু শহরের রোয়া রিসোর্টের একটি হোটেলেই অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বলে মনে করা হচ্ছে।

এদিকে, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা জানিয়েছে, পালুতে দুই লাখ মানুষের জরুরি সহায়তা প্রয়োজন। এর মধ্যে এক চতুর্থাংশ শিশু।

সূত্র: রয়টার্স
খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here