ইঞ্জেকশনর দাম ১২ টাকা বিক্রি হচ্ছে ৭০০ টাকায়!

0
636

খবর৭১ঃ রাজবাড়ীর পাংশার একটি ফার্মেসিতে ১২ টাকার ইনজেকশন ৭০০ টাকায় বিক্রি হচ্ছে। এ ঘটনায় ওই ফার্মেসি দোকানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

রোববার দুপুরে অধিদফতরের রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শরীফুল ইসলাম এই অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে ১২ টাকা মূল্যের ‘ফেডরিন’ নামের একটি ইনজেকশন ৭০০ টাকায় বিক্রির দায়ে পাংশা উপজেলা শহরের আজিজ সরদারের বাসস্ট্যান্ড এলাকার খান ফার্মেসিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও অভিযানকালে মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট (প্যাথলজিক্যাল পরীক্ষার ওষুধ) ব্যবহারের দায়ে পাংশার লিজা হেলথ কেয়ার ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার, মিষ্টি ও দুগ্ধজাত পণ্য উৎপাদনের দায়ে নাইম হোটেলকে ৪ হাজার এবং মুসলিম দধি ভাণ্ডারকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিকার আইনের সংশ্লিষ্ট ধারায় তাদেরকে এই জরিমানা করা হয়। জেলা স্যানিটারি ইন্সপেক্টর এবং ব্যাটালিয়ন আনসার সদস্যরা অভিযানে সহায়তা করেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শরীফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here