ইউপি চেয়ারম্যানকে হত্যা চেষ্টার প্রতিবাদে সমাবেশের পর: দুপক্ষকে ডেকে মিমাংসা করলেন নড়াইলের পুলিশ সুপার জসিম উদ্দিন!!

0
230

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলে ইউপি চেয়ারম্যানকে হত্যার চেষ্টা প্রতিবাদ সমাবেশ: শান্তি শৃংখলার স্বার্থে দুপক্ষকে ডেকে মিমাংসা করলেন পুলিশ সুপার জসিম উদ্দিন পি পি এম (বার), নড়াইল সদরের শিঙ্গাশোলপুর ইউনিয়নের চেয়ারম্যান মো: উজ্জল শেখকে পরিকল্পিতভাবে হত্যা চেষ্টার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী। গতকাল গোবরা প্রগতি মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন নড়াইল সদর উপজেলা আওয়ামীলিগের সভাপতি এ্যাডভোকেট অচিন চক্রবর্তী, ইউনিয়নের চেয়ারম্যান মো: উজ্জল শেখসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। উক্ত প্রতিবাদ সমাবেশে এলাকার কয়েক হাজার সাধারন মানুষ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, বর্তমান ইউপি চেয়ারম্যান এর ভাল কাজ দেখে প্রতিপক্ষ সাবেক চেয়ারম্যান খায়ের মোল্লা ঈর্ষান্বিত হয়ে ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে বর্তমান চেয়ারম্যান আলীগ নেতা মো: উজ্জল শেখকে হত্যা করার উদ্দেশ্যে হামলা চালিয়ে আহত করে। ঐ সময় উজ্জলের সাথে থাকা কয়েকজন কে কুপিয়ে আহত করা হয় এবং কয়েকটি মটরসাইকেল ভাংচুর করে সন্ত্রাসীরা। এমন হীন ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বক্তারা। এসময় চেয়ারম্যান উজ্জল তার নিজ ইউনিয়নকে মডেল ইউনিয়নে রুপান্তর করার ঘোষনা দেন। সমাবেশে এলাকার কয়েক হাজার মানুষ চেয়ারম্যানের পাশে থেকে শিঙ্গাশোলপুর ইউনিয়নকে মডেল ইউনিয়ন করার জন্য সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন। উল্লেখ্য, এলাকার সাধারন মানুষের শান্তি শৃংখলার স্বার্থে ঐ সময় উক্ত ঘটনার পর নড়াইলের পুলিশ সুপার পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পি পি এম (বার), দুপক্ষকে ডেকে বিষয়টির মিমাংসা করে দেন। এই সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শরফুদ্দীন, নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইলিয়াস হোসেন (পিপিএম), নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আশিকুর রহমান,। এ সময় গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, নড়াইল প্রেসক্লাবের সহ-সভাপতি সুলতান মাহমুদ, নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়, সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যাসহ ক্লাবের সকল সদস্যবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here