ইউএস-বাংলার ফ্লাইট শাহজালালে জরুরি অবতরণ

0
196

খবর৭১: কাঠমান্ডুতে উড়োজাহাজ বিধ্বস্তের ১২ দিন পর ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে।

তবে উড্ডয়নের প্রায় ২৫ মিনিট পর জ্বালানির ফিল্টারে সমস্যার কারণে বোয়িং ৭৩৭ বিমানটি ফিরে আসে।

আজ শনিবার সকাল ৮টা ৫০ মিনিটের দিকে মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করে বিএস ৩১৫ ফ্লাইটটি। এতে ১৬৪ জন যাত্রী আরোহী ছিল।

এ ব্যাপারে ইউএস-বাংলার মহাব্যবস্থাপক কামরুল ইসলাম বলেন, ‘ফ্লাইটি ফিরে আসার পর পুনরায় চেক করা হয়। তবে কোনও ত্রুটি খুজে পাওয়া যায়নি। ফ্লাইটি টাওয়ারের ক্লিয়ারেন্স পেলে কিছু সময়ের মধ্যে আবার যাত্রা করবে।’

‘যাত্রী নিরাপত্তার কথা বিবেচনা করেই পাইলট ফিরে এসেছেন। কোনও ত্রুটিও পাওয়া যায়নি, বলেও জানান তিনি।’
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here