আ.লীগ সব সময় উন্নয়নকে অগ্রাধিকার দেয় : প্রধানমন্ত্রী

0
242

খবর ৭১ঃ আওয়ামী লীগ ক্ষমতায় এলে সব সময় দেশের উন্নয়নকে অগ্রাধিকার দেয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ মঙ্গলবার সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে প্রবাসী প্রকৌশলীদের প্রথম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘অর্থনীতিক নীতিমালা আমরা প্রনয়ণ করি। সেই নীতিমালায় আমরা জাতির পিতার নির্দেশিত ঠিক সংবিধান মোতাবেক বেসরকারিখাতকে আমরা বেশি গুরুত্ব দেই ও উন্মুক্ত করে দিই। এখন গার্মেন্টেসে আমরা দ্বিতীয় ঠিক। কিন্তু একটা কথা মনে রাখতে হবে একটা জিনিসের দিকে তাকিয়ে থেকে চলতে পারে না। রপ্তানিকে বহুমুখীকরণ করতে হবে।’

তিনি বলেন, ‘সারা দেশে ডিজিটাল সুবিধা পৌঁছে গেছে, হাইটেক পার্ক ও ডিজিটাল সেন্টারগুলোর সুফল পাচ্ছে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের মানুষ। এতে দেশে বাড়ছে স্বাক্ষরতার হার।’

দেশের উন্নয়নে প্রবাসী প্রকৌশলীদের অবদান রাখার আহ্বানও জানান প্রধানমন্ত্রী।

এ সময় তিনি বলেন, ‘ব্রেন ড্রেন নয়, বিদেশ থেকে উন্নত শিক্ষা নিয়ে শিক্ষার্থীদের দেশে ফিরে উন্নয়নের অবদান রাখতে হবে।’
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here