আ.লীগের ভূয়সী প্রশংসায় ইসি সচিব

0
316

খবর৭১ঃ একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের জন্য জমা দেয়া আওয়ামী লীগেরসহ সব প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এসময় ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেন ইসি সচিব হেলালুদ্দীন আহমদ।

মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম সবার প্রার্থিতা বৈধ ঘোষণা করেন। যাচাই-বাছাইয়ের সময় প্রার্থীদের স্বাক্ষর না দেয়াসহ ‘ছোটখাট’ ভুল-ত্রুটি আমলে নেয়া হয়নি বলে জানিয়েছেন ইসি সচিব।

প্রার্থীদের উদ্দেশ্যে হেলালুদ্দীন আহমদ বলেছেন, ‘আপনাদের মনোনয়ন যেহেতু প্রধানমন্ত্রী দিয়েছেন, সেটাকে সর্বোচ্চ সম্মান প্রদর্শন করে আপনাদের মনোনয়নপত্র আমরা বাছাই করব। বড় ধরনের, গুরুতর কোনো ফল্ট (ত্রুটি) না থাকলে ইনশাল্লাহ, রিটার্নিং কর্মকর্তাকে অনুরোধ করব, বাছাই পর্বে আপনারা যাতে উত্তীর্ণ হতে পারেন।’

কক্সবাজারের কানিজ ফাতেমার কথা আওয়ামী লীগ ভুলতে পারবে না উল্লেখ করে হেলালুদ্দীন আহমদ বলেন, ‘আমি ফরিদপুরের জেলা প্রশাসক ছিলাম। রোশনা ইমাম, উনার কথা অনেক মনে পড়ে। অত্যন্ত বয়োজ্যেষ্ঠ নেত্রী। উনি আমাদের যথেষ্ঠ সহযোগিতা করেছিলেন তখন। আর আমার নিজ জেলা কক্সবাজার, কানিজ ফাতেমা; উনার অবদানের কথা তো বাংলাদেশ আওয়ামী লীগ এবং কক্সবাজারের মানুষ কখনো ভুলতে পারবে না।

প্রার্থীদের ইসি কর্মকর্তার বাইরে উপস্থিত আওয়ামী লীগ নেতাকর্মীদের সহযোগিতা নিতে বলেন গণপ্রজাতন্ত্রের এ কর্মকর্তা বলেন, ‘রিটার্নিং কর্মকর্তাকে আনুষ্ঠানিক দুই-একটি কথা বলে যাচাই-বাছাই করার অনুরোধ জানাচ্ছি। আপনাদের যদি বেশি প্রয়োজন হয়, আমাদের কাওছার ভাই আছে, অ্যাডভোকেট কাওছার, (আওয়ামী লীগের) কাযনির্বাহী পরিষদের সদস্য। এবং আমাদের এখানে বাবলা ভাই আছেন। উনারা আপনাদের সার্বিক সহযোগিতা করবেন। কোথাও কোনো ত্রুটি হলে আমরা এগুলো প্রাথমিকভাবে সমাধান করার চেষ্টা করব।’

প্রার্থীদের অভিনন্দন জানিয়ে হেলালুদ্দীন আহমদ বলেন, আমাদের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন জানাই যে, প্রাথমিকভাবে আপনারা সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হয়েছেন। বাংলাদেশের গণতান্ত্রিক ধারাবাহিকতায় আপনাদের অংশগ্রহণ ও নারীদের উন্নয়নের বিকল্প নেই। সে হিসেবে আমাদের প্রধানমন্ত্রী নারীর উন্নয়নের অগ্রযাত্রায় যেভাবে কাজ করে যাচ্ছেন, এটাই তার একটি প্রতিফলন।

তিনি বলেন, ‘এবারের মনোনয়নে আমরা দেখতে পাচ্ছি, আমাদের প্রধানমন্ত্রী আপনাদের খুঁজে খুঁজে বের করে নিয়ে আসছেন। আপনাদের সেভাবে মনোনয়ন দিয়েছেন।’

আওয়ামী লীগ মনোনীতদের মনোনয়নপত্র জমা দেয়ার বিষয়ে ইসি সচিব বলেন, ‘গতকাল (সোমবার) আমাদের সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এসেছিলেন। উনি রিটার্নিং কর্মকর্তার কাছে এটা আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছেন। আমরা খুব খুশি হয়েছি, আপনারা এসেছিলেন, সবাই জমা দিয়েছেন।’
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here