আয়নাবাজি, দেবী সবার রেকর্ড ভাঙল ‘যদি একদিন’

0
295

খবর৭১ঃ রেকর্ড তো বটেই, সংখ্যাটা রীতিমতো অবিশ্বাস্য। কানাডাতে এবার আটটি প্রেক্ষাগৃহে একযোগে ১৯৬টি শো নিয়ে প্রথম সপ্তাহ শুরু করছে ‘যদি একদিন’।

জানালেন ছবিটির আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রোর বাংলাদেশের প্রধান নির্বাহী সৈকত সালাহউদ্দিন। তিনি আরও জানান, ২২ মার্চ কানাডায় মুক্তি দেওয়ার মধ্য দিয়ে শুরু হচ্ছে বিশ্ববাজারে ‘যদি একদিন’ সিনেমার যাত্রা। আর স্বপ্ন স্কেয়ারক্রোর পরিবেশনায় বিশ্ববাজারে ১৪তম বাংলাদেশি সিনেমা ‘যদি একদিন’।

বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত ‘যদি একদিন’ কানাডার টরন্টো, মিসিসাগা, অটোয়া, ক্যালগেরি, এডমন্টন, ভ্যানকুভার, উইনিপেগ, সাস্কাটুনের সিনেপ্লেক্সে চলবে।

স্বপ্ন স্কেয়ারক্রোর প্রেসিডেন্ট অলিউল্লাহ সজিব বলেন, ‘এর আগে কানাডায় বাংলাদেশি সিনেমার ব্যবসায় “আয়নাবাজি”র রেকর্ড ভেঙেছে “দেবী”। আমরা আশা করছি, “দেবী’র রেকর্ড ভাঙবে “যদি একদিন”।’

‘যদি একদিন’ চলচ্চিত্রের অন্য অভিনয়শিল্পীরা হলেন তাসকিন, সাবেরী আলম, রানী আহাদ, ফখরুল বাশার মাসুম, রাইসা, মিলি বাশার, আনন্দ খালেদসহ অনেকে।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here