আহমেদ বিন আব্দুল আজিজকে ক্ষমতায় বসানোর ডাক দিলেন সৌদির সুশাসনের মিত্র

0
243

খবর৭১:সাংবাদিক জামাল খাশোগি হত্যায় কেঁপে উঠেছে পুরো সৌদি আরব। বাদশাহ সালমান বিন আব্দুল আজিজকে ক্ষমতাচ্যুত করে তার ভাই আহমেদ বিন আব্দুল আজিজ আল-সৌদকে ক্ষমতায় বসানোর ডাক দিয়েছে দেশটির বিরোধী জোট ‘অ্যালাইড ফর গুড গভরন্যান্স’ বা ‘সুশাসনের মিত্র’।

এ বিরোধী জোটে ছয়টি বিরোধী রাজনৈতিক ও সাতটি স্বতন্ত্র দল রয়েছে। সৌদি আরবে প্রথমবারের মতো দেশটির শাসনক্ষমতায় পরিবর্তনের ডাক দিয়ে বিবৃতি প্রকাশ করেছে এই বিরোধী জোট।

রবিবার জোটটি আগামী এক বছরের জন্য ‘নতুন বাদশাহ’ হিসেবে ক্ষমতা নিতে আহমেদ বিন আব্দুল আজিজ আল-সৌদকে আহ্বান জানায়।

বিবৃতিতে বলা হয়, ‘সৌদির শাসন ক্ষমতায় কারা থাকবেন তা দেশের জনগণ নির্ধারণ করবে। আর এ সময়ের জন্য বাদশাহকে পদচ্যুত করে প্রিন্স আহমেদ বিন আবদুল আজিজকে ক্ষমতায় চাই।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘গত চার বছরে প্রমাণ হয়েছে যে, বাদশাহ সালমান ও যুবরাজ মোহাম্মদ দেশের শাসনকার্য চালানোর যোগ্য নন। তাদের শাসনব্যবস্থা দেশ, দেশের বিভিন্ন প্রতিষ্ঠান, জনগণ ও সম্পদকে হুমকির মুখে ফেলে দিয়েছে।’

দেশকে রক্ষা করতে প্রিন্স আহমেদের আগ্রহের ওপর সৌদির এ বিরোধী জোটের সমর্থন রয়েছে বলে জানানো হয়।

সৌদি যুবরাজ বিন সালমানের দায়িত্বহীন নীতিমালা, সংস্কারপন্থিদের দমন, শিশু, নারী ও বৃদ্ধদের গ্রেফতার, ইয়েমেন যুদ্ধ, কাতারের বিরুদ্ধে অবরোধ আরোপ ও ইসরাইলের সঙ্গে ঘনিষ্ঠতার সমালোচনা করেছে দেশটির এ বিরোধী শিবির
খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here