আশুলিয়ায় কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত

0
289

খবর ৭১: সাভারের আশুলিয়ায় কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোররাতে আশুলিয়ার ইয়ারপুর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশের দাবি, নিহত ব্যক্তি পোশাক শ্রমিক মেহেদী হাসান টিপু হত্যা মামলার প্রধান আসামি।

নিহত ব্যক্তির নাম বাবুল মিয়া (২৭)। তার গ্রামের বাড়ি বগুড়া জেলার সোনাতলা থানার টেকনিমুন্সীপাড়ায়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হক দিপু দাবি করেন, কয়েক দিন আগে ইয়ারপুর এলাকার মেহেদী হাসান টিপুকে অপহরণ করা হয়। পরে তাঁর সাত টুকরা লাশ ফ্রিজের মধ্যে পাওয়া যায়। এ ঘটনায় মেহেদী হাসান টিপুর স্ত্রী শম্পা বেগম আশুলিয়া থানায় বাবুল মিয়াকে প্রধান আসামি করে অপহরণ ও হত্যা মামলা করেন। আজ ভোরে পুলিশ খবর পায়, বাবুল মিয়া ইয়ারপুরের মুন্নার বাঁশবাগানে অবস্থান করছে।

ওসি আরো দাবি করেন, পুলিশ আসামি ধরার জন্য সেখানে অভিযান চালায়। এ সময় বাবুল মিয়া ও তাঁর সহযোগীরা পুলিশের ওপর গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালালে বাবুল মিয়া গুরুতর আহত হন। পরে তাঁকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর ঘটনাস্থল থেকে অস্ত্রও উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, বাবুল মিয়ার লাশ ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here