আল আজহার বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেবেন প্রেসিডেন্ট প্রার্থী মুসা

0
259

খবর৭১:মিসরের প্রেসিডেন্ট নির্বাচিত আল আজহার বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হবে। এমনটাই বলেছেন দেশটির আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের অন্যতম প্রার্থী মুসা মুস্তফা মুসা।

মুস্তফা মুসা মন্তব্য করেন, আজহার বিশ্ববিদ্যালয় উগ্র চিন্তাধারা ধারণ করছে। এই উগ্র চিন্তাধারা সমূলে উৎপাটনের জন্য তিনি এ বিশ্ববিদ্যালয়ের সব ফ্যাকাল্টি বন্ধ করে দেবেন।

তিনি জানান, বিশ্ববিদ্যালয়টি বন্ধ করে দিয়ে এর শিক্ষার্থীদের মিসরের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে দেবেন।

প্রসঙ্গত, আগামী ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত তিন দিন মিসরে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। মিসরের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আস-সিসির একমাত্র প্রতিদ্বন্দ্বী হলেন মুসা মুস্তফা মুসা।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here