আল আকসা মসজিদ গ্রাউন্ড বন্ধ করে দিয়েছে ইসরাইল

0
283

খবর ৭১ঃমুসলমানদের প্রথম কেবলা জেরুজালেমের আল-আকসা মসজিদ গ্রাউন্ড বন্ধ করে দিয়েছে ইসরাইল।

শুক্রবার সন্ধ্যায় মসজিদ গ্রাউন্ডের গেট বন্ধ করে দেয়া হলে স্থানীয় ফিলিস্তিনিরা মসজিদের গেটের বাইরে রাস্তায় মাগরিবের নামাজ আদায় করে।

স্থানীয় গণমাধ্যম ও ইসরাইলি পুলিশের বরাত দিয়ে এ খবর দিয়েছে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী গণমাধ্যম আল জাজিরা।

শুক্রবার ইসরাইলের পুলিশ জানায়, একজন সন্দেহভাজন ফিলিস্তিনি যুবক ছুরি নিয়ে পুলিশের ওপর হামলা করার চেষ্টা করছিল।

পুলিশ ৩০ বছর বয়সী উম আল ফাহম শহরের ফিলিস্তিনি ওই যুবককে গুলি করে হত্যা করেছে।

মুসলিমদের কাছে আল আকসা মসজিদ অত্যন্ত সম্মানের। এখান থেকে শেষ নবী হজরত মুহাম্মদ (সা.) মিরাজে গমন করেন। তিনি মিরাজে গমনের আগে সব নবী-রাসূলকে নিয়ে আল-আকসা মসজিদে নামাজের ইমামতি করেন।

আল-আকসা মসজিদ ছাড়াও ডোম অফ রক এবং সপ্তম শতকের কিছু পবিত্র স্থাপনা মুসলিমদের কাছে অত্যন্ত সম্মান ও আবেগের।

অন্যদিকে ইহুদি ও খ্রিস্টান ধর্ম মতেও জেরুজালেম এবং আল-আকসা মসজিদ প্রাঙ্গণ অত্যন্ত পবিত্র। তারাও এখানে ধর্মীয় অনুভূতি প্রকাশের জন্য নিয়মিত যাতায়াত করেন।

ইসরাইল বরাবরই আল-আকসা মসজিদ প্রাঙ্গণ তাদের অধিকার বলে দাবি করে থাকে।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here