আলোকচিত্রী শহিদুল আলম কারাগারে

0
202

খবর ৭১ঃতথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় রিমান্ড শেষে আলোকচিত্রী ড. শহিদুল আলমকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

রোববার সাত দিনের রিমান্ড শেষে আসামিকে আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

অপরদিকে আসামিপক্ষে কোনো জামিন আবেদন ছিল না। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম ফাহদ বিন আমিন চৌধুরী আসামিকে কারাগারে পাঠানোর ওই আদেশ দেন।

আদালত সূত্র জানায়, চলতি মাসের ৫ আগষ্ট রাতে ধানমন্ডির বাসা থেকে ডিবি পরিচয়ে একদল লোক শহিদুলকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ করেন তার স্ত্রী রেহনুমা আহমেদ। এরপর তাকে রমনা থানার মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করে পুলিশ।

চলতি মাসের ৬ আগষ্ট শহিদুল আলমকে আদালতে হাজির রিমান্ড আবেদন করলে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

মামলার অভিযোগে বলা হয়, দৃক গ্যালারির প্রতিষ্ঠাতা ড. শহিদুল আলম নিরাপদ সড়কের দাবিতে চলমান ছাত্র বিক্ষোভ নিয়ে সম্প্রতি একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছিলেন।

ওই সাক্ষাৎকারে মিথ্যা তথ্য দিয়ে রাষ্ট্রর ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হয়েছে। শহিদুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা এ মামলাটি ডিবি পুলিশের পরিদর্শক (ওসি) আরমান আলী তদন্ত করছেন।
খবর ৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here