আর নয় কালক্ষেপণ, দিতে হবে প্রজ্ঞাপন’

0
384

রুমি নোমান ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে চাকুরীতে কোটা পদ্ধতি সংস্কারের সিদ্ধান্ত প্রজ্ঞাপন আকারে জারির দাবিতে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা। বুধবার (৯ এপ্রিল) বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ চত্ত্বরে এ মানববন্ধন করে তারা।

আন্দোলনকারী শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক চাকুরীতে কোটা পদ্ধতি বাতিলের দাবি মেনে নিলেও সিদ্ধান্ত প্রজ্ঞাপন আকারে জারি না করায় কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে প্রজ্ঞাপন জারির দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় সাধারণ ছাত্র-ছাত্রী অধিকার সংরক্ষণ পরিষদ। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ নেয়। এসময় তারা ‘আর নয় কালক্ষেপণ, দিতে হবে প্রজ্ঞাপন, প্রধানমন্ত্রীর বক্তব্যের বাস্তবায়ন চাই’ সহ নানা ব্যানার হাতে মানবন্ধনে উপস্থিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, ‘ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক কোটা পদ্ধতি বাতিলের দাবি মেনে নিয়ে ৭ মে প্রজ্ঞাপন জারির করার কথা ছিল। কিন্তু নির্দিষ্ট সময় অতিক্রান্ত হলেও সরকারের পক্ষ থেকে কোনো প্রকার কার্যকরী প্রদক্ষেপ গ্রহণ করা হয়নি। তাই কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে দ্রুত প্রজ্ঞাপন জারির দাবিতে আমরা মানববন্ধন করেছি।’ তারা আরো জানান, দ্রুত দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন জাররি না করলে আমরা আবারো কঠোর আন্দোলনে নামবো।’

খবর ৭১ /ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here