আর্জেন্টিনার একটি বন্দরে খাদ্যশস্য প্রসেসিং প্ল্যান্টে বিস্ফোরণ

0
320

খবর৭১:আর্জেন্টিনার একটি বন্দরে খাদ্যশস্য প্রসেসিং প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক শ্রমিক নিহত ও কয়েক শ্রমিক আহত হয়েছেন।

বুধবার চীনা কোম্পানি সিওএফসিও ইন্টারন্যাশনালের মালিকানাধীন ওই বন্দরে এ ঘটনা ঘটে। খবর- রয়টার্সের।

বন্দরে বিস্ফোরণের ঘটনার পর বন্দরের কার্যক্রমে বিঘ্ন দেখা দেয়। এতে বিশ্বের অন্যতম বৃহৎ খাদ্যশস্য সরবরাহ ব্যাহত হয় বলে জানিছেন কোম্পানি কর্তৃপক্ষ।

এ বন্দর দিয়ে আর্জেন্টিনায় উৎপাদিত খাদ্যশস্যের একটি বড় অংশ বহির্বিশ্বে রফতানি হয়ে থাকে। তবে বিস্ফোরণের কোনো কারণ এখনও জানা যায়নি।

এদিকে, বিস্ফোরণের পর উন্নত ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে বৃহস্পতিবার থেকে ধর্মঘটের কথা জানিয়েছে খাদ্যশস্য সরবারহে বিশ্বের অন্যতম এ বন্দরে কর্মরত বিভিন্ন শ্রমিক ইউনিয়ন। এতে করে আর্জেন্টিনার খাদ্যশস্য রফতানি বড় ধরনের প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে।

টেলিভিশনে সম্প্রচারিত ছবিতে দেখা গেছে, সিওএফসিওর ৫২ হাজার স্কয়ার মিটার খাদ্যশস্য প্রসেসিং প্ল্যান্টটি থেকে ঘন কালো ধোঁয়া বের হচ্ছে। এটি আর্জেন্টিনার সান্তা ফে প্রদেশের পারানা নদীর তীরে শিপিং হাব ড্রোসারিওর একটি অংশ।

চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন সিওএফসিও কোম্পানি এক বিবৃতিতে বিস্ফোণের ঘটনা ও এতে একজনের নিহতের খবর নিশ্চিত করেছে।
বিস্ফোরণের ফলে বন্দরের ক্ষতিগ্রস্ত অংশ বন্ধ রেখে কোম্পানির পক্ষ থেকে তদন্তকাজ শুরু চলছে বলে জানিয়েছে সিওএফসিও।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here