আরো বড় লক্ষ্য নিয়ে মাঠে নামবেন এরদোয়ান

0
266

খবর৭১: তুরস্কে অনুষ্ঠিতব্য ২৪ জুনের নির্বাচনের পর আরো বড় লক্ষ্য নিয়ে কাজ শুরু করার কথা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ক্ষমতায় আসার পর থেকে দলের অর্জনগুলো তুলে ধরে বৃহস্পতিবার একথা বলেন তিনি।

তুরস্কের গ্রামপ্রধানদের নিয়ে প্রেসিডেন্ট ভবনে এক ইফতার অনুষ্ঠানে এরদোয়ান বলেন, ‘আশা করি, ২৪ জুনের নির্বাচনের পর আমরা আমাদের জনগণের সেবায় আরো বড় লক্ষ্যে কাজ করতে পারবো।’

তিনি জানান, নিজের ক্ষমতাসীন দল একে পার্টির সঙ্গে মিলে তিনি তুর্কিদের জন্য আরো চাকরির সুযোগ তৈরি করবেন।

গত বছরের এপ্রিলে এক নতুন বিল পাস করে তুরস্কের পার্লামেন্ট। এতে প্রেসিডেন্ট শাসিত সরকার ব্যবস্থার কথা বলা হয়েছে।

আগামী নির্বাচনে প্রেসিডেন্ট পদে ছয় ব্যক্তি ও আট দল প্রতিযোগিতা করছে।

অনুষ্ঠানে প্রেসিডেন্ট ভবনে একটি পাঠাগার করার কথা জানান এরদোয়ান, যেখানে থাকবে ৫০ লাখ বই। এটি ২৪ ঘণ্টা পাঠকদের জন্য খোলা থাকবে। তবে এই পাঠাগারের মূল লক্ষ্য তরুণরা বলেও জানান তুর্কি প্রেসিডেন্ট।

প্রসঙ্গত, ২০০২ সালে তুরস্কের ক্ষমতায় আসেন এরদোয়ানের একে পার্টি। ক্ষমতায় আসার পর তুরস্কের বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৭৯ থেকে ২০৭টিতে উন্নীত করেছে তার সরকার। এছাড়া ২০০২ সালের আগে তুরস্কে স্বাস্থ্যকর্মীর সংখ্যা ছিল তিন লাখ ৭৮ হাজার। বর্তমানে এই সংখ্যা নয় লাখ ১৭ হাজার।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here