আরজেএফ’র উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

0
313

স্টাফ রিপোর্টার:
রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ৩ মে ২০১৮ ইং সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে র‌্যালী, আলোচনা, সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। আরজেএফ’র চেয়ারম্যান এস.এম জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল। স্বাগত বক্তব্য রাখেন, আরজেএফ’র যুগ্ম মহাসচিব ও অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক মোঃ আল-আমিন শাওন। অনুষ্ঠান উদযাপন কমিটির সদস্য সচিব সৈয়দ আল-আমিন হোসেন সোহাগের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জাতীয় জনমুক্তি পার্টির চেয়ারম্যান মমতাজ উদ্দিন মজুমদার, জন পার্টির চেয়ারম্যান হৃদয় চৌধুরী, আওয়ামীলীগ নেতা ফরিদ খান, কবি শাহানাজ পারভীন, মাসুদ আলম, হায়দার আলী, জসিম উদ্দিন হায়দার, ঢাকা জেলা আরজেএফ’র সভাপতি ছিদ্দিকুর রহমান আযাদী, সাধারণ সম্পাদক এনামুল হক শামীম, যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান, মহানগর সভাপতি সেলিম নিজামী, সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম, সহ-সভাপতি শেখ মুজিব, মিলটন খান, সহ-সাংগঠনিক সম্পাদক আজিজুন নাহার, সমাজ কল্যাণ সম্পাদক লুৎফুন নাহার রিক্তা, নাদিরা দিলরুবা, আমিনুল ইসলাম, নজরুল ইসলাম, এনামুল হক লিটন, উর্মি রহমান, আনোয়ার হোসেন, মকবুল হোসেন, শফিকুল ইসলাম, মাহমুদুল হাসান রিপন প্রমূখ। অনুষ্ঠানের প্রধান অতিথি লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। এজন্য সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের অনুকুল পরিবেশ অপরিহার্য।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here