আরও ২১ পণ্যের বিরুদ্ধে খাদ্য আদালতে মামলা

0
324

খবর ৭১ঃ গুণগত মান খারাপ হওয়ায় আরও ২১টি নতুন পণ্যের বিরুদ্ধে মামলা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। মঙ্গলবার নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ক্ষমতাবলে বিশুদ্ধ খাদ্য আদালতে এ মামলা করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিরাপদ খাদ্য পরিদর্শক মো. কামরুল হাসান।

নিরাপদ খাদ্য পরিদর্শক মোহা. কামরুল হাসান যুগান্তরকে বলেন, বিএসটিআই বাজার থেকে এসব পণ্যের স্যাম্পল সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষা করে নিুমানের প্রমাণ পাওয়ায় লিখিতভাবে ব্যবস্থা গ্রহণের জন্য নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে জানায়।

এরপর নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ লিখিতভাবে মামলা করার ক্ষমতা দেয়, সেই ক্ষমতাবলে আমি মামলা করেছি। এর আগে ৫২টি মানহীন পণ্যের বিরুদ্ধে মামলা করে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here