আরও ২০ লাখ পাসপোর্ট কিনছে সরকার

0
292

খবর৭১ঃ বাংলাদেশ সরকার আরও ২০ লাখ পাসপোর্ট বুকলেট ও ২০ লাখ রেশনেশন ফয়েল কিনতে যাচ্ছে। যুক্তরাজ্য থেকে এসব কিনতে একটি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বুধবার (২৭ মার্চ) সচিবালয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে কমিটির সভায় এ অনুমোদন দেয়া হয়েছে।

বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘সারাদেশে আস্তে আস্তে ই-পাসপোর্ট হয়ে যাবে। আমরা এখনও মেশিন রিডেবল পাসপোর্ট বা এমআরপি নিয়ে চলছি। ই-পাসপোর্টের কাজও চলছে। এমআরপি কন্টিনিউ না করলে মানুষ বিদেশে যেতে পারবে না। এটি একটি চলমান প্রকল্প।’

তিনি বলেন, ‘‘একটি ব্রিটিশ কোম্পানি ডি লা রু পাসপোর্ট সরবরাহের কাজ করে। তারা ভালোই কাজ করছে। ডি লা রু’র সঙ্গে চুক্তি অনুযায়ী আমাদের আরও ২ মিলিয়ন (২০ লাখ) পাসপোর্ট ও ২ মিলিয়ন (২০ লাখ) লেমিনেশন ফয়েল সরবরাহ করবে। এজন্য আমাদের লাগবে ৪০ কোটি ৭১ লাখ টাকা।’

এই ব্রিটিশ কোম্পানি থেকে আগে কেনা পাসপোর্টের চিত্র তুলে ধরে মুস্তফা কামাল বলেন, ‘তাদের কাছ থেকে ৩৬২ কোটি ৫৪ লাখ টাকা ব্যয়ে ১৫ মিলিয়ন পাসপোর্ট ও ১৫ মিলিয়ন লেমিনেশন ফয়েল আমরা কিনছি। অতিরিক্ত আরও ২ মিলিয়ন পাসপোর্ট ও ২ মিলিয়ন লেমিনেশন ফয়েল কেনায় মোট ব্যয় দাঁড়িয়েছে ৪০৩ কোটি ২৬ লাখ টাকা।’
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here