আমেরিকার সঙ্গে আলোচনা সময়ের অপচয়: সিরিয়া প্রেসিডেন্ট

0
417

খবর৭১: আমেরিকার সঙ্গে আলোচনা করা সময়ের অপচয় করা ছাড়া আর কিছুই নয় বলে মন্তব্য করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ।

শুক্রবার (২২ জুন) রাশিয়ার এনটিভি’কে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি।

প্রেসিডেন্ট আসাদ বলেন, আমেরিকা প্রেশার গ্রুপগুলোর হাতে জিম্মি। তাছাড়া তারা সিরিয়ার ব্যাপারে বিদ্বেষী নীতি পোষণ করে। সুতরাং ওয়াশিংটনের সঙ্গে আলোচনা করে সময় নষ্ট করার কোনো অর্থ হয় না।

তিনি বলেন, সিরিয়ার ব্যাপারে অদূর ভবিষ্যতে আমেরিকার নীতিতে কোনো পরিবর্তন আসার লক্ষণ দেখছি না।

বাশার আসাদ বলেন, ১৯৭৪ সালে আমেরিকার সঙ্গে সিরিয়ার আলোচনা শুরু হওয়ার পর থেকে দামেস্ক এখন পর্যন্ত কিছু পায়নি। কারণ, মার্কিন প্রেসিডেন্টরা দেশটির বিভিন্ন লবি, বৃহৎ গণমাধ্যম, আর্থিক প্রতিষ্ঠান এবং তেল ও অস্ত্র কোম্পানিগুলোর মতো বিভিন্ন প্রেশার গ্রুপের হাতে জিম্মি হয়ে রয়েছেন।

সিরিয়ার চলমান সংকট সমাধানে ইতিবাচক ভূমিকা রাখতে পারে এমন যে কোনো পক্ষ ও দেশের সঙ্গে আলোচনায় বসতে দামেস্কের আপত্তি নেই বলেও মন্তব্য করেন তিনি।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here