আমেরিকার দেশ চিলিতে ৬ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্প

0
293

খবর৭১: চিলিতে ৬ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় শনিবার রাতে চিলির উত্তরাঞ্চলীয় উপকূলে কম্পনটি আঘাত হানে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

ইউএসজিএস জানিয়েছে, মেক্সিকো সময় শনিবার রাত ১০টা ৩২ মিনিটে কোকিম্বো শহরের ১৫ দশমিক ৬ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে ভূমিকম্পটি আঘাত হানে। কম্পনের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৫৩ কিলোমিটার নিচে।

উপকূলীয় এলাকায় ভূমিকম্পে ঘরবাড়ি কেঁপে উঠলে অনেকে সুনামির ভয়ে শঙ্কিত হয়ে পড়েন। তবে দ্য প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার থেকে কোনও সুনামি সতর্কতা দেওয়া হয়নি।

একজন প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা রয়টার্সকে জানান, কম্পনে পুরনো ভবনগুলো সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। সংলগ্ন সৈকত শহর লা সেরেনায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। সান্তিয়াগো ৪০০ কিলোমিটার দূরত্বে অবস্থিত এ শহরটি পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়।
খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here