আমি কখনোই রাশিয়ার হয়ে কাজ করিনি

0
338

খবর৭১:প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গণমাধ্যম অসত্য বলছে। আমি কখনোই রাশিয়ার হয়ে কাজ করিনি। স্থানীয় সময় সোমবার (১৪ জানুয়ারি) সকালে হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ দাবি করেন তিনি।

ট্রাম্প বলেন, পুতিনের সঙ্গে অনেকগুলো সফল বৈঠক করেছি। তবে কখনোই রাশিয়া হয়ে কাজ করিনি।

এর আগে নিউইয়র্ক টাইমস জানায়, ট্রাম্প রাশিয়ার হয়ে কাজ করছেন কিনা জানতে তদন্ত করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই।

২০১৭ সালের মে মাসে এফবিআইয়ের পরিচালক জেমস কমেইকে বরখাস্ত করেন ট্রাম্প। এরপরই ট্রাম্প রাশিয়ার হয়ে কাজ করছেন কিনা তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন এফবিআইয়ের কর্মকর্তারা। এরপর তদন্ত শুরু করে এফবিআই। এতে ট্রাম্প যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি কিনা সেটিও জানার চেষ্টা করা হয়।

ওয়াশিংটন পোস্ট আরেক প্রতিবেদনে জানায়, পুতিনের সঙ্গে ব্যক্তিগত বৈঠকের কোন তথ্যই কর্মকর্তাদের কাছে প্রকাশ করেননি ট্রাম্প। উল্টো সেগুলো পোপন করার চেষ্টা করেছেন।
খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here