আমিরাতে এবার গোল্ডকার্ড পেলেন সিআইপি মাহতাবের ভাই অলিউর

0
519
আমিরাতে এবার গোল্ডকার্ড পেলেন মাহতাবের ভাই অলিউর
আল হারামাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান ও এনআরবি কমার্শিয়াল ব্যাংকের পরিচালক অলিউর রহমান।

খবর৭১ঃ

তিশা সেন, সংযুক্ত আরব আমিরাতঃ সংযুক্ত আরব আমিরাত সরকার ঘোষিত গুরুত্বপূর্ণ ব্যবসায়ি ব্যক্তি হিসেবে গোল্ডকার্ড বা ১০ বছরের ভিসা পেয়েছেন আল হারামাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান ও এনআরবি কমার্শিয়াল ব্যাংকের পরিচালক অলিউর রহমান। গত ৮ জুলাই দুবাই সরকার কর্তৃক মনোনয়ন পত্র তিনি পেয়েছেন বলে জানিয়েছেন তাঁর বড়ো ভাই এবং আল হারামাইন গ্রুপের চেয়ারম্যান সি আই পি মাহতাবুর রহমান নাসির। তিনি দেশে থাকায় এ গোল্ডকার্ড গ্রহণ করতে পারেননি। তবে শীঘ্রই গ্রহণ করবেন বলে জানা গেছে। বড়ো মাহতাবুর রহমান নাসিরের পর ছোটভাই অলিউর রহমান দ্বিতীয় বাংলাদেশি হিসেবে গোল্ডকার্ড প্রাপ্তির অনুমোদন পেয়েছেন। তাঁদের বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাই গ্রামে। তিনি এছাড়াও আল হারামাইন হাসপাতাল সিলেট এর পরিচালক, আল হালাল পারফিউম, আল হারামাইন টি কোম্পানির পরিচালক। বৈধপথে রেমিটেন্স প্রেরণের জন্য পেয়েছেন সিআইপি মর্যাদা। সেই সাথে ২০১৩ এবং ২০১৬ সালে তিনি বাংলাদেশ ব্যাংক রেমিটেন্স এ্যাওয়ার্ড লাভ করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here