আমাদের সব উৎসাহের মূলে বঙ্গবন্ধু: বসুন্ধরা চেয়ারম্যান

0
441
আমাদের সব উৎসাহের মূলে বঙ্গবন্ধু: বসুন্ধরা চেয়ারম্যান

খবর৭১ঃ দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান বলেছেন, আজ দেশের যে অবস্থান বঙ্গবন্ধু থাকলে হয়তো ২৫ বছর আগেই এই অবস্থান পেতাম আমরা। আমাদের সব উৎসাহ উদ্দীপনার মূল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এক সময় বাংলাদেশকে বলা হতো তলাবিহীন ঝুড়ি, আজ সারা দুনিয়া বাংলাদেশের দিকে তাকিয়ে রয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকার অদূরে কেরানীগঞ্জের পানগাঁওয়ে গড়ে ওঠা বসুন্ধরা বিটুমিন প্ল্যান্টের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বিশেষ অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ এমপি। এসময় উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের কো-চেয়ারম্যান সাদাত সোবহান, বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর, বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহান এবং বসুন্ধরা গ্রুপ ব্যবস্থাপনা পরিচালকের ছেলে ওয়ালিদ সোবহান।

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান বলেন, আমাদের বসুন্ধরা গ্রুপ এ পর্যন্ত ৩০টি শিল্প কারখানা স্থাপন করেছে, দুটি বিশাল হাউজিং করেছে। বসুন্ধরা গ্রুপের একটা বৈশিষ্ট্য বসুন্ধরা গ্রুপ শুধু নিজের জন্য করে না, বসুন্ধরা গ্রুপে জমি যারাই কিনেছে তারা আজকে মাল্টি মিলিনিয়ার। বসুন্ধরা গ্রুপের জমি কিনে যারা বিক্রি করেছেন তারাও সুখ স্বাচ্ছন্দ্যে রয়েছেন।

দেশের সার্বিক উন্নয়নের কথা তুলে ধরে তিনি বলেন, আজ দেশের অর্থনীতি অনেক বদলে গেছে। আমাদের সমস্ত সফলতার প্রধান উৎস আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

যিনি এদেশের স্বাধীনতার জন্য স্বপ্ন দেখতেন, দেশটা স্বাধীন করেছেন। কিন্তু স্বাধীন দেশটা যখন বঙ্গবন্ধু গড়তে শুরু করলেন, তখন-ই তাকে নির্মমভাবে হত্যা করলো ষড়যন্ত্রকারীরা।

বসুন্ধরা চেয়ারম্যান বলেন, আমি শুধু তার (বঙ্গবন্ধু) সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুটি কথা বলতে চাই। প্রথম রিহ্যাবের এক সভায় প্রধানমন্ত্রী বলেছিলেন, রিহ্যাবের সব মেম্বারই ধনী লোক। মিটিংয়ে তিনি একটা কথাই বলেছিলেন- আপনারা (রিহ্যাব সদস্য) খেলাধুলার জন্য সহযোগিতা করবেন।

‘আজ বাংলাদেশ ক্রিকেটের যে অবস্থান, তার ৯৯ শতাংশ অবদান প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তিনি (প্রধানমন্ত্রী) যে উৎসাহ-উদ্দীপনা দিয়েছেন, ক্রিকেটের সঙ্গে তার ব্যক্তিগত যে সম্পর্ক। প্রতিটা ক্রিকেটারের সঙ্গে তিনি ফোনে কথা বলেন, এসএমএস-এ খোঁজ-খবর নেন। এমনকি কারো ওজন বেড়ে গেলেও প্রধানমন্ত্রী বলেন- তোমরা ওজন কমাও। ’

আহমেদ আকবর সোবহান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উৎসাহের কারণেই আজ অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয় করেছে আমাদের যুবারা। বাংলাদেশ আজকে বিশ্ব চ্যাম্পিয়ন। আমরা বলতে পারি- আন্ডার-১৯ নয়, একদিন আমরা মূল বিশ্বকাপেও চ্যাম্পিয়ন হবো ইনশাল্লাহ। সেদিন হয়তো আর বেশি দূরে নয়।

‘ক্রিকেটে বাংলাদেশের ব্র্যান্ডিং হচ্ছে। সারা বিশ্ব বাংলাদেশকে চিনছে, শেখ হাসিনাকে চিনছে, বঙ্গবন্ধুকে চিনছে, আমাদের বাংলাদেশের অর্থনীতিকে চিনতে পারছে। ’

শিক্ষাক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগের কথা উল্লেখ করে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান বলেন, আরো একটি ছোট কথা বলি- শিক্ষাক্ষেত্রে প্রধানমন্ত্রীর যে উৎসাহ তা আর কারো মধ্যেই নেই। যেমন জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রথমে ১৫ একর জমি চেয়েছিল। এরপর প্রধানমন্ত্রী বললেন- ১৫ একর জায়গা দিয়ে কী ইউনিভার্সিটি হয়?

‘এই কেরানীগঞ্জে উনি (প্রধানমন্ত্রী) এক হাজার বিঘা জমি দিয়েছেন। ৩০০ একর জায়গার ওপর জগন্নাথ ইউনিভার্সিটি হচ্ছে। বঙ্গবন্ধুর প্রেরণায় আমরা যে কাজ শুরু করেছিলাম আজ তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। ’

তিনি বলেন, প্রধানমন্ত্রী শিল্পোদ্যোক্তাদের উৎসাহ দেন। তিনি বলেন, তোমরা শিল্প-কারখানা করো, দেশকে এগিয়ে নিয়ে যাও, আমি তোমাদের পাশে আছি। আজকে ছেলে-মেয়েরা বিদেশে উচ্চশিক্ষা নিয়ে দেশে ফিরে আসছে। এর কারণ দেশে ব্যবসা করার পরিবেশ রয়েছে, সুযোগও বাড়ছে। ’

‘গত পাঁচবছরে আমরা একটাও হরতাল দেখিনি, অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা দেখিনি। একটা সময় গেছে, আমরা গালে হাত দিয়ে প্রতিদিন বসে থাকতাম যে, কবে হরতাল বন্ধ হবে, কবে অবরোধ বন্ধ হবে, কবে জ্বালাও-পোড়াও বন্ধ হবে? এগুলো থেকে প্রধানমন্ত্রী আমাদের পরিত্রাণ দিয়েছেন। পুরো জাতি ও দেশ প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ। আজকে সবাই ভালো আছেন। ’

গত নির্বাচনে ব্যবসায়ীরা শেখ হাসিনাকে সমর্থন দেওয়ার কথা উল্লেখ করে বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যান বলেন, ‘গত ইলেকশনের আগে আমরা ব্যবসায়ীরা দলমত নির্বিশেষে সবাই শেখ হাসিনাকে সমর্থন দিয়েছিলাম। এর কারণ একটাই। সবারই উন্নতি হয়েছে, হচ্ছে এবং হবে। ’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দেশে আবাসন শিল্পের পথিকৃৎ আহমেদ আকবর সোবহান বলেন, ‘প্রধানমন্ত্রী দীর্ঘজীবী হোন, আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। আর আমরা অনেক সৌভাগ্যবান, আমার সন্তানেরা সৌভাগ্যবান আমাদের থার্ড জেনারেশন আমাদের সঙ্গে আছে। তারাও সৌভাগ্যবান যে তাদের সঙ্গে নিয়েই আমরা শেখ মুজিবের জন্মশতবর্ষ উদযাপন করতে পারবো। ’

খেলাধুলায় বসুন্ধরা গ্রুপের উদ্যোগের কথা তুলে ধরে আহমেদ আকবর সোবহান বলেন, ‘আমরা একটা স্পোর্টস কমপ্লেক্স করছি। একটা ক্রিকেট অ্যাকাডেমি করবো, এর নাম দেবো শেখ রাসেল। শেখ হাসিনা একটা কথা প্রায়ই বলেন, বাংলাদেশের প্রতিটা শিশুকে দেখলে শেখ রাসেলের স্মৃতি ভেসে উঠে। এই যে একটা অন্তর্দহন- এটা শুধু উনি-ই (শেখ হাসিনা) বোঝেন। এটা আর কেউ বুঝবে না। ’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here