“আমাদের নড়াইল আমরাই রাখবো পরিচ্ছন্ন”ডাষ্টবিন স্থাপনের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন ডিসি-এসপি

0
248

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
“আমাদের নড়াইল আমরাই রাখবো পরিচ্ছন্ন”-এই স্লোগানকে সামনে রেখে নড়াইলে ডাষ্টবিন স্থাপনের আনুষ্ঠানিক উদ্বোধন হলো। নড়াইল জেলা প্রশাসন ও নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের যৌথ পরিকল্পনা ও বাস্তবায়নে ডাষ্টবিন স্থাপনের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন নড়াইলের জেলা প্রশাসক মোঃ এমদাদুল হক চৌধুরী ও পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়ের রিপোটে, বৃহস্পতিবার (১৪ জুন) সকাল ১১টায় নড়াইল পৌরসভার চৌরাস্তা চত্ত্বরে দুটি ডাষ্টবিন স্থাপনের মাধ্যমে এ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথ, সমাজকর্মী কাজী হাফিজুর রহমান, নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়, সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। উদ্বোধন কালে নড়াইলের জেলা প্রশাসক বলেন, চলতি মাসের মধ্যে নড়াইল পৌরসভার বিভিন্ন এলাকায় ডাষ্টবিন স্থাপন করা হবে। এ সময় নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম বলেন, আমাদের শহরকে পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদেরই। গ্রীন নড়াইল, ক্লিন নড়াইল গড়তে হলে এ সকল ডাষ্টবিনের প্রয়োজন রয়েছে। এই ডাষ্টবিনগুলোর যথাযথ ব্যবহার ও সংরক্ষণ করার দায়িত্ব নড়াইলবাসীর। সেই সাথে ডাষ্টবিনগুলো নষ্ট হয় এমন কাজ কেউ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here