আমাদের গ্রেপ্তার করুন’, স্বরাষ্ট্রমন্ত্রীকে নজরুল ইসলাম

0
245

খবর৭১: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির তিন সদস্যের একটি প্রতিনিধি দল। সেখানে দলের সাধারণ ও নারী কর্মীদের গ্রেপ্তার না করে তাদের গ্রেপ্তার করার আহ্বান জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণের পর এই প্রথম কোনো মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছে বিএনপি নেতারা। আজ মঙ্গলবার সকালে সচিবালয়ে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে বৈঠক করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল।

বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ব্যাপারে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নজরুল ইসলাম খান। তিনি বলেন, ‘ওনার (মন্ত্রী) সঙ্গে আমাদের জনসভা ছাড়াও বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার-হয়রানি নিয়ে কথা হয়েছে। আমরা বলেছি, ভাই আমাদেরকে গ্রেপ্তার করেন অসুবিধা নাই। কিন্তু সাধারণ কর্মী ও নারী কর্মীদের এত বেশি গ্রেপ্তার করছে যে তারা কষ্ট পাচ্ছে। এটা বন্ধ করতে বলেছি আমরা।’

নজরুল ইসলাম বলেন, ‘উনি (স্বরাষ্ট্রমন্ত্রী) বিষয়টাকে সিরিয়াসলি নিয়েছেন। তিনি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলবেন, যাতে এ ব্যাপারে কোনো অভিযোগ আমাদের না থাকে।’

স্বরাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে সাংবাদিকদের বলেন, ‘বিএনপি নেতাদের বক্তব্য ছিল, আমরা তাদের নেতা-কর্মীদের অযথা গ্রেপ্তার করছি। আমরা বলেছি, ভিডিওর মাধ্যমে যাদেরকে সম্পৃক্ত পেয়েছি কিংবা যাদেরকে তাৎক্ষণিক কোনো অবস্থায় পেয়েছি, তাদের পুলিশ ধরেছে। কোনো অভিযোগ নেই কিংবা অপরাধ করে নাই- এমন কাউকে সাধারণত আমরা গ্রেপ্তার করি নাই। আপনাদের (বিএনপি) কাছে খবর জানা থাকলে জানাবেন।’

এ সময় বৈঠকে কারাবন্দি খালেদা জিয়ার বিষয়ে বিএনপি নেতাদের সঙ্গে আলাপ হয়েছে কিনা-জানতে চান সাংবাদিকরা। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তারা বলেছেন, কারাগারে যা-ই দেওয়া হচ্ছে, তাতে উনারা সন্তুষ্ট। তিনি যেভাবে আছেন, আমরা সব কিছুর ব্যবস্থা করেছি।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল বেলা ১১টার দিকে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরে প্রবেশ করে। প্রতিনিধি দলের বাকি দুই সদস্য হলেন ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ ও এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here