আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছে: আমানের ছেলে অমি

0
311

খবর৭১ঃ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আমানউল্লাহ আমানের ছেলে ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি নির্বাচন কমিশনে অভিযোগ করেছেন, তাকে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছে।

সোমবার নির্বাচন ভবনে গিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার কাছে লিখিত অভিযোগে এ কথা জানান তিনি।

এ সময় নির্বাচন কমিশনে হামলায় আহত ব্যক্তিদের নিয়ে তিনি যান।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, ঢাকা-২ আসনের জাতীয় ঐক্যফ্রন্টের মনোনীত প্রার্থী অমি। সোমবার তিনি সাভার উপজেলার আমিন বাজারে গণসংযোগ চালাতে গেলে সাভার থানার (ওসি) ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা তার ওপর হামলা করে। তারা তাকে হত্যার উদ্দেশ্যে হামলা করে। গাড়ি ভাঙচুর করে। এতে তার অনেক নেতাকর্মী আহত হন। এমনকি পুলিশ অনেক নেতাকর্মীকে গ্রেফতার করেন।

তিনি গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তি দাবি করে আহত কর্মীদের সুচিকিৎসা ও ভাঙচুরকৃত গাড়ির ক্ষতিপূরণও চেয়েছেন।

অমি এর আগে জীবনের নিরাপত্তা শঙ্কা জানিয়ে নির্বাচন কমিশনের কাছে পুলিশি নিরাপত্তা দেয়ার জন্য দু’বার আবেদন করেছিলেন।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here