আমরা ডুবাইতে অনেক আত্মবিশ্বাসী: সাকিব

0
331
সাকিব, বাংলাদেশ, Shakib, Bangladesh, Cricket, rtvonline

খবর৭১:আগামী ১৫ সেপ্টেম্বর থেকে দুবাইয়ে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে অংশ নিতে ৯ সেপ্টেম্বর ঢাকা ছাড়ে বাংলাদেশ দল। এর দিন কয়েক পরে দলের সাথে যোগ দেন বাংলাদেশ দলের প্রাণভোমরা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ওয়েস্ট ইন্ডিজ সফরের পর দেশে ফিরে চলে গিয়েছিলেন পবিত্র হজ পালনে। এরপর হজ পালন শেষ দেশে ফিরে রওনা করেন যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে। এরপর সেখান থেকে দলের সাথে যোগ দেন তিনি।

দুবাই পৌঁছে গত রবিবার প্রথম দিনের অনুশীলনে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) ওয়েবসাইটকে সাকিব বলেছেন, একটা একটা ম্যাচ ধরে এগিয়ে যাবে বাংলাদেশ। গ্রুপ পর্বে শ্রীলঙ্কা, আফগানিস্তানকে হারাতে সেরা ক্রিকেটই খেলতে হবে টাইগারদের।

গত দুই দিন দলের সঙ্গে আইসিসি একাডেমিতে অনুশীলন করেছেন। আঙ্গুলের অবস্থা বুঝতে ব্যাটিংটাই বেশি করেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। গতকাল স্থানীয় সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত আইসিসি ক্রিকেট একাডেমিতে অনুশীলন করেছে মাশরাফি বিন মুর্তজার দল।

এশিয়া কাপে বাংলাদেশের দলগত লক্ষ্য জানাতে গিয়ে এসিসির ওয়েবসাইটকে সাকিব বলেছেন, ‘আমরা একটা একটা ম্যাচ ধরে এগিয়ে যেতে চাই। অবশ্য চূড়ান্ত লক্ষ্য হচ্ছে ট্রফিটা জেতা। এই কারণেই সবাই এখন এখানে। এই সাফল্য পেতে আমাদেরকে প্রসেসটা ঠিক রাখতে হবে। তাতে আমরা ট্রফির চেয়ে নিজেদের প্রসেসটার দিকেই বেশি মনোযোগী হবো।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ জয়টা আত্মবিশ্বাস যোগাচ্ছে বাংলাদেশকে। সাকিব বলেছেন, ‘দুবাইয়ে আমরা যথেষ্ট আত্মবিশ্বাসী, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আমরা খুব ভালো একটা সিরিজ খেলেছি। বিশেষ করে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে। তাই সেই আত্মবিশ্বাসটা আমরা এশিয়া কাপে আনতে চাই।’

গ্রুপের দুই প্রতিপক্ষকে হারাতে সেরা ক্রিকেট খেলতে হবে জানিয়ে বাংলাদেশের সহঅধিনায়ক বলেন, ‘দুই দলই (আফগানিস্তান, শ্রীলঙ্কা) ভালো ক্রিকেট খেলছে, বিশেষ করে ৫০ ওভারের ফরম্যাটে। তাই আমাদেরকে সেরা ক্রিকেট খেলতে হবে দ্বিতীয় রাউন্ডে যেতে।’

আগামী ১৫ সেপ্টেম্বর উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশ। প্রথম ম্যাচ নিয়ে সাকিব বলেন, ‘শ্রীলঙ্কার দলটা খুব ভালো। এবং তাদের ম্যাচ জেতানো খেলোয়াড় আছে। তাই আমরা একজন বা দুই জনের উপর ফোকাস করতে পারবো না। ১১ জন খেলোয়াড় খেলবে তাই তাদের সবার বিরুদ্ধেই আমাদের ভালো করতে হবে।’
খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here