আমরা চাই, একটি অর্থবহ নির্বাচন: প্রধানমন্ত্রী

0
293

খবর ৭১ঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ সব দলের সঙ্গে মতবিনিময় করছে বলে মন্তব্য করেছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আমরা চাই, একটি অর্থবহ নির্বাচন। এর মধ্য দিয়ে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।’ সোমবার (৫ অক্টোবর) গণভবনে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোটের সঙ্গে আওয়ামী লীগের সংলাপের সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খবর ৭১ঃ সংলাপে সবাইকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশকে স্বাধীন করে দিয়ে গেছেন। যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে তিনি স্বল্পোন্নত দেশ হিসেবে রেখে গেছেন। সেখান থেকে উন্নয়নশীল দেশে উন্নীত করতে সক্ষম হয়েছি।’ তিনি বলেন, ‘আমাদের এই যাত্রায় জাতীয় পার্টি পাশে ছিল। আমরা একসঙ্গে দেশকে এগিয়ে নিয়ে গেছি। আজকে যে সহযোগিতা পেয়েছি, সে জন্য আপনাদের ধন্যবাদ জানাই।’

নির্বাচন মানুষের ভোটের অধিকার উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘সে অধিকার জনগণ প্রয়োগ করবে। নির্বাচিত প্রতিনিধিদের কাজ হলো—দেশের মানুষের সেবা করা, দেশকে উন্নত করা। আমরা সেভাবেই দেশকে উন্নত করেছি।এই উন্নয়নের ধারা যেন অব্যাহত থাকে, সেটা আমাদের লক্ষ্য। এটা আমাদের রাখতেই হবে।’

প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনা ছাড়াও আওয়ামী লীগের পক্ষ থেকে সংলাপে অংশ নিয়েছেন আমির হোসেন আমু, তোয়েল আহমেদ, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, কর্নেল (অব.) ফারুক খান, ওবায়দুল কাদের, মাহবুবউল আলম হানিফ, জাহাঙ্গীর কবীর নানক, ড. হাছান মাহমুদ, দিলিপ বড়ুয়া, মহিউদ্দিন খান বাদল ও আবদুর রহমান গোলাপ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here