আমরা ইদলিবে রক্তপাত চাই না:এরদোয়ান

0
496

খবর৭১:সিরিয়ার ইদলিব শহরে এখনো বিদ্রোহীরা রয়েছে। আর সে কারণে সেখানে আসাদ অনুগত বাহিনীর অভিযান শুরু হয়েছে।

তবে সেখানে রক্তগঙ্গা বয়ে যাক, তা চান না বলে জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান। তার বদলে সেখানে ‍যুদ্ধবিরতি ঘোষণা করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।
ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত ত্রিদেশীয় সম্মেলন শেষে যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন এরদোয়ান।

তিনি বলেন, ‘আমরা ইদলিবে রক্তপাত চাই না। আমরা যদি সেখানে যুদ্ধবিরতি ঘোষণা করতে পারি তাহলে সেটা হবে এই সম্মেলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ’

ইরানের রাজধানী তেহরানে শুক্রবার অনুষ্ঠিত সম্মেলনে অংশ নেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান ও ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি।

সম্মেলন শেষে তিন নেতা যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন। এসময় এরদোগান বলেন, ইদলিবে যুদ্ধবিরতি কার্যকর করা খুবই গুরুত্বপূর্ণ। সেখানে বোমা বর্ষণ বন্ধ করতে হবে।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here