“আমরাই কিংবদন্তী” দলের বৃদ্ধাশ্রম পরিদর্শনঃস্বাস্থ্য সেবা, ঔষধ ও খাবার প্রদান

0
435

খবর ৭১ঃ এসএসসি ২০০০ ও এইচ এস সি ২০০২; ‘আমরাই কিংবদন্তী’- একটি জনকল্যাণমূলক গ্রুপ। যার লক্ষ্য হচ্ছে বাংলাদেশে এস এস সি ২০০০ এবং এইচ এস সি ২০০২ সালে রেজিস্ট্রেশনকৃত সকল ছাত্র-ছাত্রীদের একত্রিত করে জনকল্যানমূলক কাজে অংশগ্রহণ করা।

সেই লক্ষ্য পূরণের ক্ষুদ্র প্রচেষ্টা হিসাবে, গত ১৭ জানুয়ারী ২০১৯ সন্ধ্যায় গ্রুপের ৫ জন ডাক্তারসহ ২০ সদস্যের একটি প্রতিনিধিদল ঢাকার মিরপুরের দক্ষিন পাইকপাড়ার বাড়ী নং-৪৬২ তে পরিচালিত “চাইল্ড এন্ড ওল্ড এজ কেয়ার” নামক বৃদ্ধাশ্রমে ৪১ জন মা-বাবা এর সাথে সময় অতিবাহিত করে।
গ্রুপের পক্ষ থেকে অবহেলিত বাবা-মাদের জন্য খাবারে আয়োজন, নিত্য প্রয়োজনীয় সামগ্রী ছাড়াও ৫ সদস্যের ডাক্তার টিম সকল বাবা-মায়ের স্বাস্থ্য পরীক্ষা ও জরুরী ঔষধ প্রদান করে।

এই মহতী উদ্দ্যোগে “আমরাই কিংবদন্তী” দলের সাথে একাত্ম হয়েছিল “জাগো নারী বন্হি শীখা” নামের নারীদের একটি সংগঠন।
বৃদ্ধাশ্রমের প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করছেন নিবেদিতপ্রাণ “মিল্টন সমাদ্দার”।

বৃদ্ধাশ্রমের বাবা-মা আসলে বেশি কিছু চায় না। চায় শুধু একটু মমতা, মনের কথাগুলো বলার মানুষ, আর তাদের মমতা মাখা চোখগুলো সবার মাঝে খুঁজে পাওয়ার চেষ্টা করে নিজের আপনজনদেরকে। “আমরাই কিংবদন্তী” টিম বিশ্বাস করে প্রতিটি সন্তান নিজ নিজ অবস্থান থেকে নিজেদের বাবা-মা এর সেবা করলে আর কোন বৃদ্ধাশ্রমেরই প্রয়োজন হবে না।

গ্রুপটি আগামী দিনগুলোতে নিজেদেরকে এরকম আরও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত থাকার ব্যাপারে অঙ্গীকারবদ্ধ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here